মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাজশাহীর কাপাশিয়ায় অবস্থিত মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস মানেজমেন্ট  ইন্সটিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি  উপলক্ষ্যে  শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা অনুষ্ঠান ও জন্মদিনের কেক কাটা হয়। বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়াখায়ের অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কলেজের অধ্যক্ষ মো: জহুরুল আলম রিপন , শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর গৌরবময় বর্ণাঢ্য জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

 

অধ্যক্ষ মো: জহুরুল আলম রিপন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তিনি আরো বলেন, “তোমরা শিক্ষার্থী, তোমরা বঙ্গবন্ধুর জীবনী পড়বে, তার সম্পর্কে জানবে এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে দেশের উন্নয়নে অগ্রনী ভুমিকা পালনের চেষ্টা করবে। পরে কেক কাটা হলে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

 

Explore More Districts