ওই যাত্রায় লরেন সানচেজ ছাড়াও মহাকাশযানে ছিলেন মার্কিন পপতারকা কেটি পেরি, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আইশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।
মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে আসার অভিজ্ঞতা বর্ণনা করেন অভি গেইল কিং। তিনি বলেন, ফেরার পর পেটি কেরি গেয়ে ওঠেন লুই আর্মস্ট্রংয়ের গান ‘কী বিস্ময়কর পৃথিবী’।
পৃথিবীতে ফেরার পর কেটি পেরির হাতে একটি ডেইজি ফুল দেখা যায়। তাঁর মেয়ে ডেইজিকে স্মরণ করে মহাকাশ থেকে ফুলটি এনেছেন তিনি।