মহাকালী ইউপি চেয়ারম্যান গ্রুপের হামলায় মেম্বার আহত

মহাকালী ইউপি চেয়ারম্যান গ্রুপের হামলায় মেম্বার আহত

মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ঢালীর ভাতিজা গ্রুপের হামলায় ১নং ওয়ার্ডের মেম্বার স্বপন (৩২) হামলার শিকার হয়েছেন। তাকে মারাত্নক আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গেল সোমবার রাত ৯টার দিকে কেওয়ার বাজার এলাকায় মেম্বার স্বপনের নিজ অফিসে গ্রাম্য সালিশের ঘটনা নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং হচ্ছে ৫৬।

এদিকে এ ঘটনায় ও মামলার ঘটনাকে কেন্দ্র করে গেল মঙ্গলবার দিন ঐ গ্রুপের লোকজনরা মেম্বার স্বপনের বাড়িতে দুপুর ২টার দিকে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, স্থানীয়ভাবে গ্রামের আরিফ ও কাউসারের মধ্যে একটি ঝগড়ার ঘটনা ঘটে। এ বিষয়টি মেম্বার স্বপনের অফিসের ভেতরে গেল সোমবার মিটমাট করে দেন উভয় ব্যক্তিদেরকে। এ সময়ে মিটমাটের ঘটনায় সাবেক মেম্বার জামাল খান উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান শহিদুল ইসলাম ঢালীর ভাতিজা গ্রুপকে বাদ দিয়ে এখানে মিটমাটের ঘটনায় তারা মেম্বার স্বপনের ওপর হামলা চালায়। হামলায় দেশিয় অস্ত্র ব্যবহার করা হয়। হামলায় নেতৃত্ব দেন ডলার, রতন, রানা, বুলু গংরা।

আহত মেম্বার স্বপনের শরীরের বিভিন্ন অংশে আঘাতের স্থানে প্রায় ৮০টির মতো সেলাই দেয়া হয়েছে। তার ডান হাত মারাত্নকভাবে ক্ষত হয়েছে। বাম কানের উপরের অংশের মাথা, চোখ, ডান হাতের আঙ্গুল, পেটের একাংশ ও পিঠের বেশিরভাগ অংশই আঘাত প্রাপ্ত হয়েছেন মেম্বার স্বপন।

মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Explore More Districts