মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন – DesheBideshe

মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন – DesheBideshe

মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন – DesheBideshe

মস্কো, ১০ নভেম্বর – রাশিয়ার রাজধানী মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আজ রবিবার মস্কোতে অন্তত ৩৪টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা। ২০২২ সালে চলমান যুদ্ধ শুরুর পর এটাই রুশ রাজধানীর উপর ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই হামলার জের ধরে শহরটির তিনটি মূল বিমানবন্দর থেকে ফ্লাইটের গতিপথ বদলাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ এবং অন্তত এক ব্যক্তি আহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রবিবার রুশ আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির পশ্চিমাঞ্চলের অন্যান্য প্রদেশে তিন ঘণ্টায় ৩৬টি ড্রোন ধ্বংস করেছে।

রাশিয়ার কেন্দ্রীয় পরিবহন এজেন্সি বলছে, দোমোদেদোভ, শেরেমেৎইয়েভ ও ঝুকোভক্সি বিমানবন্দর থেকে অন্তত ৩৬টি ফ্লাইটের গতিপথ বদলানো হয়েছে। এরপর আবারও বিমানবন্দরগুলোতে কার্যক্রম স্বাভাবিক হয়েছে। মস্কোতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

অপরদিকে রাশিয়াও রাতভর হামলায় ১৪৫টি ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছে ইউক্রেন। কিয়েভ বলছে, তাদের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ৬২টি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেন আরও জানিয়েছে, তারা রাশিয়ার ব্রিয়ানস্ক প্রদেশের একটি অস্ত্রাগারে হামলা চালিয়েছে। ওই প্রদেশে ১৪টি ড্রোন ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

রুশ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে আকাশজুড়ে ড্রোনের ঝাঁক। তবে এসব ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

কয়েকজন কর্মকর্তা বলছেন, ইউক্রেনের আড়াই বছরের যুদ্ধের শেষ পর্যায় এসে উপস্থিত হয়েছে বলে ধারণা করা যাচ্ছে, কারণ মস্কোর বাহিনী যুদ্ধের শুরুর সময়ের তুলনায় এখন অনেক বেশি দ্রুত গতিতে আগাচ্ছে এবং একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১০ নভেম্বর ২০২৪



Explore More Districts