তৈমুর আলম খন্দকার বলেন, গতকাল শুক্রবার রাতে তাঁর দলের কর্মী-সমর্থকসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের হেফাজতের মামলায় ও মাদক মামলায় গ্রেপ্তার করছে। এভাবে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট হলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। নির্বাচন কমিশন, ডিসি-এসপিদের নিরপেক্ষ থেকে সুষ্ঠু ভোটের আহ্বান জানান তিনি।
তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, পুলিশ তাঁর পক্ষের লোকজনের ওপর অত্যাচার-নির্যাতন করছে। এভাবে গ্রেপ্তার ও হয়রানি করা হলে কীভাবে সুষ্ঠু ভোট হবে, সে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘যত অত্যাচার-নির্যাতন করা হবে, ততই ভোটাররা একতাবদ্ধ হবে। নির্বাচনে আমরা বিজয়ী হব, অবশ্যই আমরা মাঠ ছাড়ব না। নির্বাচনের মাঠে যা-ই হোক না কেন, মাঠে থাকব। গ্রেপ্তার হলে হব। মরে গেলেও নির্বাচন চালিয়ে যাব।’