মোহাম্মদ সেলিম
মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের মদিনা বাজার এলাকায় মদিনাতুল মুনওয়ারা দারুল উলুম মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম হত্যাকান্ডের ঘটনায় মদিনা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার আছর নামাজের পরে মদিনা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। মদিনা বাজার ব্যবসায়িরা এই অনুষ্ঠানের আয়োজন করে। মহাকালী ইউনিয়ন ও বজ্রযোগিনী ইউনিয়নের কয়েক শতাধিক লোকজন এ অনুষ্ঠানে অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে অনুষ্ঠানে অংশ গ্রহণকারীরা মদিনা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরিয়মের বাবা ও মামা মোশারফ হোসেন ও শহিদুল ইসলাম ঝন্টু। মহাকালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানা, সাবেক নারী মেম্বার সুরাইয়া সিদ্দিক, সাবেক মেম্বার জাহাঙ্গীর
হোসেন, মদিনা বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক রব চোকদার ও সোহেল রানা, বিল্পব মাদবর, শাহীন ঢালী ও আলম মেম্বার। এই অনুষ্ঠানটির সঞ্চায়লনা করেন বজ্রযোগিনী ইউনিয়নের কমিউনিটি পুলিংশ
ফোরামের সদস্য সচিব মোঃ আব্দুল কুদ্দুস ঢালী পলাশ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা দাবি করেন যে, পলাতক আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হউক।