মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেনের উদ্যোগে অসহায়, দরিদ্র, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত আড়াইশত মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমার কামালবাজারস্থ সইদপুর কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আব্দুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জামায়েত নেতা ও সিলেট জেলা ট্রাক পিকআপ ও কাভার্ড ভ‍্যান মালিক সমিতির সহসভাপতি মোঃ সুহেল রানা, বিশেষ অতিথি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট ছালেহ আহমদ, সমাজসেবী মোঃ রিয়াজুল ইসলাম (রাজু), সইদপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোতাহের আলী, তাজপুর গ্রামের জামায়াত নেতা মোঃ ফয়সল আহমেদ ও হাজরাই গ্রামের আব্দুল হক প্রমুখ ।

খাদ্য সামগ্রী বিতরণে বক্তারা বলেন, মরহুম মনা উল্লা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমরা অসহায় মানুষের কষ্ট খানিকটা কমাতে এবছর রমজান উপলক্ষে বিতরণ করা হয়েছে। বক্তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তাই সমাজে ভেদাভেদ ভুলে দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

পরিশেষে মরহুম মনা উল্লা ফাউন্ডেশনের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।

ডিএস/আরএ

Explore More Districts