মন্দিরে হামলার প্রতিবাদে ওড়াকান্দিতে মানববন্ধন

মন্দিরে হামলার প্রতিবাদে ওড়াকান্দিতে মানববন্ধন

মন্দিরে হামলার প্রতিবাদে ওড়াকান্দিতে মানববন্ধন

আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
খুলনার শিয়ালী গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি।
বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় ওড়াকান্দি শ্রীশ্রী হরিচাঁদ মন্দিরের সামনে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের মতুয়া ভক্তরা হাতে-হাত ধরে মানববন্ধন রচনা করেন। দুপুর ২ টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী চলে। বানববন্ধন চলাকালীন সময়েও ঢাক-ঢোল পিটিয়ে লাল নিশান হাতে নিয়ে হাজারো মতুয়া ভক্তরা এ অনুষ্ঠানে যোগ দেন। মতুয়াদের হরিবোল –হরিবোল ধ্বনিতে মহাতীর্থ ওড়াকান্দি মুখরিত হয়ে ওঠে। মানববন্ধনে তারা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করেন। এ ঘটনার বিচারের দাবিতে মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বিভিন্ন শ্লোগান দেন।
মানববন্ধন চলাকালে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুরের সভাপত্বি অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক এমপিএ শচীপতি ঠাকুর, ঠাকুর পরিবারের সদস্য সম্পদ ঠাকুর,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়াল, যুগ্মসাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, সমীর বিশ্বাস, নীহার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য শংকর বিশ্বাস, আয়োজক সংগঠনের নেতা রূপ কুমার মজুমদার, তপন সিকদার, অসীম পাল, বীরেন্দ্র নাথ মজুমদার, আশোক রায় সহ অরো অনেকে বক্তব্য দেন।
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। এই সরকার হিন্দু, মুসলমান,বৌদ্ধ, খ্রিস্টানদের আলাদা ভাবে দেখেন না। সব সম্প্রদায়কে সম্মান দেয়। এখানে সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করেন। রূপসা সহ বাংলাদেশে যে সব স্থানে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে, আমরা তার বিচার চাই। আমরা অধিকার নিয়ে এ দেশে বসবাস করছি। বসবাস করে যাব।
সংগঠনের সাধারণ সম্পাদক শিশির কুমার বড়াল বলেন, মন্দিরে হামলার প্রতিবাদে ঢাকা সহ সারাদেশে আমরা মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচী করেছি। আমরা এ ঘটনার ন্যয্য বিচার চাই।

এ জাতীয় আরো খবর..

Explore More Districts