মনপুরায় হাজারো অসহায় পরিবা‌রের বসতঘর রক্ষায় মানববন্ধন

মনপুরায় হাজারো অসহায় পরিবা‌রের বসতঘর রক্ষায় মানববন্ধন

২৯ December ২০২৪ Sunday ৪:০৪:৪২ PM

Print this E-mail this


মনপুরা (ভোলা) প্রতি‌নি‌ধি।।

মনপুরায় হাজারো অসহায় পরিবা‌রের বসতঘর রক্ষায় মানববন্ধন

ভোলার মনপুরায় পা‌নি উন্নয়‌ন বো‌র্ডের নতুন চলমান বে‌ড়ি বাঁধ পুরনো বাঁধ থেকে কিছুটা স‌রি‌য়ে করার দাবী‌তে মানবন্ধন করেছে এলাকাবাসী। 

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপ‌জেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের লতাখালী নামক স্থানে ঘন্টাব‌্যাপী মানববন্ধন ক‌রেন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়ীবাঁধের পাশে থাকা অসহায় দরিদ্র পরিবারের সাধারন মানুষ।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের নতুন বেড়ী বাঁধ নির্মানে সৃষ্ঠ সমস্যা সমাধানের প্রতিকার চে‌য়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্ঠার কাছে ক্ষতিগ্রস্থ এলাকাবাসি স্বাক্ষরিত আবেদনপত্র প্রদান করেন। 

মানববন্ধনে বক্তব্যে এলাকাবাসি ব‌লেন, মনপুরা উপ‌জেলাকে নদী ভাঙন থে‌কে রক্ষায় পা‌নি উ‌ন্নয়ন বো‌র্ডের হাজার কো‌টি টাকার প্রকল্পের কাজ চলমান র‌য়ে‌ছে। এ‌তে মনপুরা উপ‌জেলাবাসী অ‌নেক খু‌শি। কিন্তু উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা থেকে শুরু করে লতাখালী পর্যন্ত বেড়ীবাঁধের পাশে থাকা পুরাতন বে‌ড়ি বাঁধের ম‌ধ্যে নতুন বে‌ড়ি বাঁধ‌টি নির্মাণ করা হ‌লে বে‌ড়ি বাঁ‌ধের সা‌থে থাকা প্রায় ৫ শতাধিক বসতঘর ক্ষ‌তিগ্রস্ত হ‌বে। এ‌তে চরমভা‌বে  ক্ষ‌তিগ্রস্ত হ‌বেন ওইসব অসহায় ও হতদ‌রিদ্র প‌রিবারগু‌লো। এছাড়াও ২০ হাজার গাছ, সংরক্ষিত বন, মসজিদ ও কবরস্থান পুরোপুরি ক্ষতিগ্রস্থ হবে। তাই নতুন বে‌ড়ি বাঁধ‌টি পুরনো বে‌ড়ি বাঁ‌ধ থে‌কে ৫০/৬০ মিটার পশ্চিমে স‌রিয়ে কর‌লে এই ক্ষ‌তি ‌থে‌কে রক্ষা পা‌বে অসহায় দরিদ্র প‌রিবারগু‌লো। তাছাড়া এই ৫ শতাধিক অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে টাকা খরচ করে বসতঘর সরিয়ে নেয়া সম্ভব নয়। তাই দ্রুত নতুন বেড়িবাঁধটি পুরনো বাঁধ থেকে স‌রি‌য়ে নির্মান করার উ‌দ্যোগ গ্রহ‌ণের জন‌্য জেলা প্রশাসক ও পা‌নি উন্নয়ন বো‌র্ডের কা‌ছে দাবী জানান তারা।

এসময় এলাকাবাসির পক্ষে বক্তব‌্য রা‌খেন, সেলিম মালতিয়া, কবির হাওলাদার, জাকির হাওলাদার, মোঃ রিয়াজ প্রমূখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts