মনপুরায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

মনপুরায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

২০ March ২০২৫ Thursday ১২:২৯:৪৭ AM

Print this E-mail this


মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

মনপুরায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ভোলার মনপুরায় বেড়িবাঁধ নির্মাণ কাজকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ (২৭) নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার (১৭ মার্চ) রাত ৯ টার দিকে ফরিদপুরে তার মৃত্যু হয়।

নিহত রাশেদ মনপুরার আবুল কালামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন রাশেদসহ ১০ জন।

পরে গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাসন হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেয়ার পথে রাত ৯ টায় ফরিদপুরে তার মৃত্যু হয়। আহত অন্যরা চরফ্যাসন ও মনপুরায় চিকিৎসা নিচ্ছেন।

মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রাশেদ নিহত হয়েছেন। বিষয়টি খুবই দুঃজনক।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির দুইগ্রুপ ও সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা ছিল সংঘর্ষে ঘটনায়। এতে ছাত্রদল নেতা রাশেদ নিহত হয়েছেন। এ বিষয়ে নিহতের ভাই থানায় অভিযোগ করেছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts