মধ্যনগরে নবনির্বাচিত চেয়ারম্যানের ওপর হামলা, আহত ৫

মধ্যনগরে নবনির্বাচিত চেয়ারম্যানের ওপর হামলা, আহত ৫

মধ্যনগরে নবনির্বাচিত চেয়ারম্যানের ওপর হামলা, আহত ৫

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটুর ওপর হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে ইউনিয়নের খালিসাকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।

টিটুর অভিযোগ, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের তিন ভাই তার উপর এ হামলা করেছে। অপরদিকে মোস্তাক আহমেদ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমার ভাইয়েরা নৌকার পক্ষে নির্বাচন করায় টিটু ও তার লোকজন আমার ভাইদের ওপর হামলা করেছে।

গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সঞ্জিব রঞ্জন তালুকাদর টিটু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মধ্যনগর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন। নির্বাচনে মোস্তাক আহমেদ ও তার ভাইয়েরা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেন। এ নিয়ে টিটু ও মোস্তাকের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।

এরই জের ধরে শনিবার সকালে টিটুর চাচাতো ভাই বাবলু বিশ্বাসকে মধ্যনগর বাজারে পেয়ে মোস্তাকের ভাই রেজাউল, কামালসহ কয়েকজন টিটুকে নিয়ে বিরূপ মন্তব্য করে। এতে বাধা দিলে বাবলুকে মারধর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টার দিকে মোস্তাক আহমেদের ছোট ভাই রেজাউল, সুলেমান, জুয়েলের সঙ্গে সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু ও তার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে টিটুসহ রেজাউল, সুলেমান, জুয়েল গুরুতর আহত হয়।

পরে মধ্যনগর বাজারে মোস্তাক আহমেদের সমর্থিতরা টিটুর সমর্থক ও সাবেক ইউপি সদস্য মফিজ মিয়ার ওপর হামলা চালায়। এতে মফিজ মিয়া গুরুতর আহত হয়। আহতদের মধ্যে টিটু ও মফিজ মিয়া ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রেজাউল, জুয়েল কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। সংঘর্ষের ঘটনার পর দুপুরে থেকে বিকেল পর্যন্ত উবদাখালী নদীর দুই পাড়ে দুপক্ষের লোকজন মারমুখী অবস্থান নেয়। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু বলেন, মধ্যনগর বাজারে যাওয়ার পথে রামদা, দা ও লোহার রড নিয়ে মোস্তাকের তিন ভাই আমার ওপর অতর্কিত হামলা চালায়। কেন এ হামলা করেছে তা জানি না।

মোস্তাক আহমেদ বলেন, আমার ভাইয়েরা নৌকার পক্ষে নির্বাচন করায় টিটু ও তার লোকজন আমার ভাইদের ওপর হামলা করে। তাদেরকে গুরুতর আহত করেছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ নির্মল চন্দ্র দেব জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ সঞ্জীব রঞ্জন তালুকদার টিটুর উপর হামলার ঘটনায় ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুরসহ সুনামগঞ্জ জেলা সদরের আওয়ামীলীগ ও তার অঙ্গংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এসআর

Explore More Districts