মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরে অবাধে চলছে পোনামাছ ও মা মাছ নিধন। বোয়ালা হাওর, বাইনচাপড়া, হাসেরআনি, শালদীঘা, লুঙ্গাতুঙ্গাসহ বিভিন্ন হাওর চষে ছোটবড় নৌকা নিয়ে জেলেরা এসব পোনামাছ নিধন করে স্থানীয় বাজারগুলোতে চড়া দামে বিক্রিও করছে। পোনামাছ নিধন থেকে জেলেদের বিরত রাখতে কারো কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী- প্রতিবছর ১ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত শোল, গজার, টাকি মাছের পোনা বা দম্পতি মাছ ধরা ও ধ্বংস করার পদক্ষেপ গ্রহণ করা যাবে না। কেউ এ আইন অমান্য করলে অর্থদ- ও জেল কিংবা উভয় দ- হতে পারে।
উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কাউহানি গ্রামের এমদাদুল হক বলেন, ‘ বর্তমানে আমাদের হাওরগুলোতে মা মাছ ডিম থেকে পোনা ফুটিয়েছে। আইনের যথাযথ প্রয়োগ না থাকাতে মানুষ নির্বিচারে পোনামাছ নিধন করছে। এতে হুমকিতে পড়বে আমাদের হাওরের মৎস্য ভা-ার।’
মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী জানান, দিন দিন আমাদের হাওরের মৎস্য ভা-ার শূন্য হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো পোনামাছ নিধন। মানুষকে পোনামাছ নিধন বন্ধে সচেতন করা গেলে আবারও আমাদের মৎস্য ভা-ার পূর্ণ হবে। হাওরের মানুষের আমিষের ঘাটতি পূরণ হবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, পোনামাছ ও মা মাছ নিধন করা দ-নীয় অপরাধ। পোনামাছ ও মা মাছ নিধন বন্ধে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি। আশা করছি মানুষ এই ধরনের কাজ থেকে বিরত থাকবে।
