মধুপুরে বিএনপি নেতা মোহাম্মদ আলীর বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল – News Tangail

মধুপুরে বিএনপি নেতা মোহাম্মদ আলীর বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল – News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের সমর্থকদের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ড ও আনারস চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহ-সভাপতি এম রতন হায়দারসহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতারা।

নেতারা অভিযোগ করেন, মোহাম্মদ আলী বিএনপির পদে থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছেন এবং দলীয় মনোনয়ন প্রসঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবি জানান তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts