মধুখালীতে সান ভ্যালী পার্কের উদ্বোধন – dailyfaridpurkantho

মধুখালীতে সান ভ্যালী পার্কের উদ্বোধন – dailyfaridpurkantho

মধুখালীতে সান ভ্যালী পার্কের উদ্বোধন – dailyfaridpurkantho

বিশেষ প্রতিবেদক
ফরিদপুরের মধুখালী উপজেলার রামদিয়া এলাকায় অবস্থিত “সান ভ্যালী পার্ক” নামের একটি বিনোদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রবিবার রাতে এ বিনোদন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার আর কোন সুযোগ নেই। সংবিধানে নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে স্পষ্ট নির্দশনা রয়েছে, সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধিনে যে নির্বাচন গুলো হয়েছে তা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আগামীতেও এই কমিশনের অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে তত্বাবধায়ক সরকারের ফর্মুলা নেই। আর বাংলাদেশে তত্বাবধায়ক সরকারের কোন সুযোগ নেই।
পার্ক কর্তৃপক্ষ জানায়, সান ভ্যালী বিনোদন কেন্দ্রে শিশুদের বিনোদন দেয়ার জন্যে বিভিন্ন ধরনের রাইড স্থাপন করা হয়েছে।

Explore More Districts