- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- মানুষের ভালোবাসা থাকলে আর কিছুই দরকার হয় না-মাকসুদ
মদনপুরে ৪টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ; অভিযোগে নেই কোন কার্যকর পদক্ষেপ!
- আপডেট টাইম : নভেম্বর, ৭, ২০২১, ২:৪০ পূর্বাহ্ণ
- 12 পড়েছেন
স্টাফ রিপোর্টারঃ
বন্দরের মদনপুর ইউনিয়ন পরিষদের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও তাছাড়া ৭নং ওয়ার্ডের ভোটগ্রহণ হয় কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলার কয়েকটি কক্ষে। এ বিষয়ে মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ রুহুল আমিন বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও তার কোন কার্যকর পদক্ষেপ তিনি দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। উক্ত ভোটকেন্দ্রগুলোতে নৌকার প্রার্থী তান্ডব ও বিশৃঙ্খলা সৃষ্টি করে অবৈধভাবে সিল মেরে বিজয়ী হবার আশংকা রয়েছে এবং ভোটের দিন রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন ভোটাররা। উক্ত ভোটকেন্দ্রসমূহের ভোটাররা ভোট দেয়ার ক্ষেত্রে যথেষ্ঠ আতংকের মধ্যে রয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী প্রতীক পাবার পর প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে অসংখ্য মটর সাইকেল ও অটো রিক্সা নিয়ে মোটর শোভাযাত্রা করেছে, ৩টি নির্বাচনী ক্যাম্প করার নিয়ম থাকলেও তিনি ২৭টি নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন, নৌকার প্রার্থীর নির্দেশনায় কয়েকবার আনারস প্রতীকের প্রচারণা গাড়ি ও মাইক ভাংচুর করেছে নৌকার সমর্থকরা, আনারস প্রতীকের কর্মী ও সমর্থক বিশেষ করে নারী কর্মীদের উপরেও হামলা করে কয়েকজনকে আহত করার ঘটনা ঘটেছে, আনারস প্রতীকের অসংখ্য পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। নৌকার প্রার্থীর প্রতক্ষ মদদে প্রতিদিন আনারস প্রতীকের প্রচারণায় নানাবিধ বাধা সৃষ্টি করা হচ্ছে। গত বুধবার লাউসার এলাকায় আনারস প্রতীকের প্রার্থী গণসংযোগ করতে গেলে প্রতিপক্ষ নৌকার সমর্থকরা বেরিকেড দেয় এবং ভাড়াটে গুন্ডা দিয়ে বাধা প্রদান করা হয়। পরে গণসংযোগ না করে আনারসের কর্মী সমর্থকরা ফিরে আসেন। নৌকা প্রতীকের প্রার্থী কর্তৃক নির্বাচন আচরণবিধি নিয়মিতভাবে লঙ্ঘন করা হচ্ছে। হামলা ও আহতের ঘটনায় বন্দর থানায় আতাউল্লাহ ও রাসেল পৃথক দুটি লিখিত অভিযোগ করলেও প্রশাসনিক কোন পদক্ষেপ দেখতে পাচ্ছেন না বলে জানান শেখ রুহুল আমিন। একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে উক্ত ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা এবং প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ যাতে ভবনসমূহের নীচতলায় বিভিন্ন কক্ষে নেয়া হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আবেদন করেছেন আনারস প্রতীকের প্রার্থী।