মতুয়া রক্তদান সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী
গোপালগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, আলোচনা সভা ও প্রসাদ বিতরনের মধ্যে দিয়ে মতুয়া রক্তদান সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী উদাপন করা হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বেলা ১২ টা থেকে শহরের শেখ মনি অডিটোরিয়ামের সামনে বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
বেলা ৩ টা থেকে বিশিষ্ট্যজনদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য্য শ্রী সুব্রত ঠাকুর ।
এদিন দলপতি নিত্যরঞ্জন বৈদ্যর নেতৃত্বে খাটরা মতুয়া সংঘ, সমীর বিশ্বাসের নেতৃত্বে কুয়াডাঙ্গা মতুয়া সংঘ এবং রঞ্জিত বিশ্বাসের নেতৃত্বে কারার গাতী মতুয়ার দল অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে শ্রীশ্রী হরিলীলামৃত থেকে পাঠ করেন মতুয়া কিশোর বিশ্বাস।
মতুয়া রক্তদান সংসদের সভাপতি বিটিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাসসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবাসংঘ গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা মতুয়া সুবল রায়, সরকারী বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক গৌতম বিশ্বাস, গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আজম, এড. শিশির কুমার বালা, মুকসুদপুর উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতি সুভাষ বালা, হরি চাঁদ গুরুচাঁদ সেবা সংঘের মহিলা বিষয়ক সম্পাদিকা অর্চনা রায়, কারার গাতী জলছত্র কমিটির সভাপতি সঞ্জয় বিশ্বাসসহ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নিউইয়র্কে অবস্থিত হরিগুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন-ইনক ও শ্রীশ্রী হরি মন্দির, নিউইয়র্ক এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান হাজী লাল মিয়া সিটি কলেজের প্রভাষক সঞ্জয় বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসেসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না ও সহ সভাপতি মনোজ কুমার সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সাধারন সম্পাদক মতুয়া পংকজ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক মতুয়া মিহির বালা এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মতুয়া পংকজ মজুমদার। এছাড়া সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি রাখাল চৌধুরী ও সহ মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিত্রী বৈদ্য।
অনুষ্ঠানে সদ্য সরকারী চাকুরীপ্রাপ্ত সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক সুনির্মল দাস বাপীকে সংধবর্ধণা দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি মতুয়াচার্য্য সুব্রত ঠাকুর বলেন, মতুয়া রক্তদান সংসদ রক্তদানের মত মহান ও পবিত্র কাজটি করে পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ এবং মুক্তি বারিধী শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ সৈনিকের কাজটিই করছে। রক্তদান সংসদের এই কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরন করা হয়।#সঞ্জয় বিশ্বাস
এ জাতীয় আরো খবর..