মতলব দক্ষিণ ইউএনও আমজাদ হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা

মতলব দক্ষিণ ইউএনও আমজাদ হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন। ৫ মে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনের জন্মদিন উপলক্ষে বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিসার্স ক্লাবের উদ্যেগে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউসুল আজম পাটোয়ারী, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহারসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। কেক কাটার পূর্বে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।এর পূর্বে মতলব পৌরসভার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আমজাদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এসময় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, সহকারী কর আদায়কারী মাহমুদ হাসান জুয়েল, শাহাদাত হোসেন, টীকা দানকারী রুবিনা আক্তার,উচ্চমান সহকারী নাজমা আক্তার, ক্যাশিয়ার ইমান সরকার,হযরত আলীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, ফয়সাল খন্দকার ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ মে ২০২৫

Explore More Districts