মতলব দক্ষিণে যুবদলের সদস্যকে বহিষ্কার

মতলব দক্ষিণে যুবদলের সদস্যকে বহিষ্কার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি এবাদুল হক জনিকে বহিষ্কার করেছে চাঁদপুর জেলা যুবদল। চাঁদপুর জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মোঃ ইউসূফ মিয়াজীর গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি এবাদুল হক জনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ সুস্পষ্টভাবে প্রমানিত হওয়ায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমতি সাপেক্ষে চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ তাকে (এবাদুল হক জনি) যুবদলের সকল পদপদবী থেকে বহিষ্কার করেন।

উল্লেখ্য, এবাদুল হক জনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের মৃত আব্দুস সালাম মিয়াজীর ছেলে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Explore More Districts