মতলব দক্ষিণে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিক্ষার্থীদের উপকরণ বিতরণ

মতলব দক্ষিণে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিক্ষার্থীদের উপকরণ বিতরণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শারিরীক প্রতিদ্বন্দ্বীদের হুইল চেয়ার এবং অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৪ জুন ( বুধবার)বিকেলে এ মানবিক কার্যক্রমটি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে।

বিশেষ চাহিদা সম্পন্ন শারিরীক প্রতিদ্বন্দ্বী ৫ জনকে হুইল চেয়ার, অসহায় ও হতদরিদ্র ৯ জনকে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার এবং দরিদ্র ২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ক্রয় বাবদ আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা প্রদান করা হয়।মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা সমাজ সেবা অফিসার লিটন চন্দ্র ধর এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন,হুইল চেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে মন্তব্য করেন ইউএনও।

Explore More Districts