মতলব দক্ষিণে ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মতলব দক্ষিণে ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে জসিম উদ্দিন নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৩ সেপ্টেম্বর ( বুধবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রায় ঘোষনা দেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মুমতাহিনা পৃথুলা।
জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মেহরন এলাকায় পুকুরের তলদেশ থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো জসিম উদ্দিন নামক এক ব্যক্তি।তার বাড়ী মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায়।

গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের নির্দেশে বুধবার বিকেল মেহেরন এলাকায় অভিযান চালিয়ে
৩ জন শ্রমিককে আটক করা হয়। তারা হলো আরিফুল ইসলাম(২২),কচুয়া, চাঁদপুর,মো: আব্দুল্লাহ(২৫), দাউদকান্দি, কুমিল্লা এবং জাকির গাজী(২৫), কচুয়া, চাঁদপুর। আরিফুল ইসলাম, আব্দুল্লাহ ও জাকির গাজী।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা বলেন,পুকুরের তলদেশ থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করতে দেখা গেলে ড্রেজার মালিক জসিম টের পেয়ে পালিয়ে যায়। পরে ৩ শ্রমিককে আটক করে নিয়ে আসা হয়।পরে ড্রেজার মালিক জসিম উদ্দিন আসার পর তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ১৫ অনুসারে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ড্রেজারটি ঘটনাস্থলেই অকেজো করা হয়। এছাড়া মোসলেকা দেয়ার পর আটককৃত ৩ জন শ্রমিককে ছেড়ে দেয়া হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,৩ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts