চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম ম্যাচের খেলা শেষে ফেরার পথে মতলব দক্ষিণের খেলোয়াড়দের বাসে অতর্কিতভাবে হামলা করেছে ফরিদগঞ্জ উপজেলার সমর্থকরা।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫ টায় চাঁদপুরের ওয়ারলেস ( ফরিদগঞ্জ সড়কের মাথায়) নামক স্থানে এ হামলার ঘটনাটি ঘটে। এতে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, কোচ লিটন,খেলোয়ার সাগর,তামিম,ফাহিম,দুর্জয়,ইকবাল,সৌরভ,হাসিবসহ আরো ৫/৭ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আমজাদ হোসেন, সহকারী কমিশনার ((ভুমি) মুনতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ।
জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম ম্যাচের খেলা চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।ওই খেলায় অংশগ্রহণ করেন মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। উক্ত খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে জয়লাভ করে।
খেলা শেষে মতলব দক্ষিণ উপজেলা থেকে খেলোয়াড়দের বহনকারী ৩ টি বাসের মধ্যে ১ টি বাসে খেলোয়াড়সহ সমর্থকরা উঠে।এসময় ফরিদগঞ্জের খেলোয়াড় ও সমর্থকরা মতলবের খেলোয়াড়দের ভুয়া ভুয়া বলে চিৎকার দিলে দুপক্ষের মধ্যে তর্ক বির্তক ও উত্তেজনা সৃষ্টি হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।
পরে মতল দক্ষিণ উপজেলার বাসটি খেলোয়ার ও সমর্থকদের নিয়ে মতলবে উদ্দেশ্য রওয়ানা হয়।
এর পর পর আরো দুটি বাস খেলোয়াড় ও সমর্থকদের নিয়ে মতলবের উদ্দেশ্য রওয়ানা হলে ওয়ারলেস নামক স্থানে যাওয়ার পর ওৎ পেতে থাকা ফরিদগঞ্জ উপজেলার খেলোয়াড় ও সমর্থকরা মতলবের জৈনপুর এক্সপ্রেস নামক বাসটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে বাসের সবকটি জানালার ও সামনের গ্লাসগুলো ভেঙে চুরমার হয়ে যায়।
এছাড়া ওই বাসে থাকা ক্রীড়া সংস্থার সদস্য, খেলোয়াড় ও সমর্থকসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নবী নোমান বলেন,আমি খোজ নিয়ে জেনেছি প্রথমে মতলব দক্ষিণ উপজেলার খেলোয়াড় ও সমথর্কদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে চিৎকার করা হয়। এনিয়ে ফরিদগঞ্জের খেলোয়াড় ও সমথর্কদের দাওয়া করে।
এ ব্যপারে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, ঘটনাটি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন,হামলার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/২২ সেপ্টেম্বর ২০২৫
