মতলব দক্ষিণে এমপিওভুক্ত শিক্ষক পরিষদের কমিটি গঠন

মতলব দক্ষিণে এমপিওভুক্ত শিক্ষক পরিষদের কমিটি গঠন

বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক অডিটোরিয়ামে স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের সমন্বয়ে ত্রি- বার্ষিক সম্মেলন ও এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলমের সভাপতিত্বে ও আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক এবং শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কে এম ফয়েজুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ মিজী,সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামাল পাঠান।

এছাড়া মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলার ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি গঠন কল্পে সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন, মুন্সীরহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, ফারুক আহমেদ, মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ইয়াসিন প্রধান ও আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক কে এম ফয়েজুল আলমসহ ৫ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়।

ওই সার্চ কমিটির আলোচনার ভিত্তিতে মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলমকে সভাপতি, কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক এবং মুন্সীরহাট কলেজের প্রভাষক ইব্রাহিম খলিলকে সাংগঠনিক সম্পাদক করে মতলব দক্ষিণ উপজেলা শিক্ষক পরিষদের কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটি ঘোষনা করেন চাঁদপুর জেলা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মাহবুবুর রহমান। এসময় তিনি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/ ১২ সেপ্টেম্বর ২০২৫

Explore More Districts