মতলব উত্তরে দেয়াল টপকে নকল দিতে গিয়ে একজন আটক, বহিষ্কার ২

মতলব উত্তরে দেয়াল টপকে নকল দিতে গিয়ে একজন আটক, বহিষ্কার ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি উয়েসীয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে আজ বৃহস্পতিবার দাখিল পরীক্ষার দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই মাদ্রাসাা ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কাররা হলো- ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসার ছাত্র সোহান মিয়া ও দশানী আল আমিন বোরানুর উলুম দাখিল মাদ্রাসার ছাত্র মোঃআঃ কাদির জিলানী। একই দিনে উপজেলার নিশ্চিন্তপুর এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষায় কেন্দ্রের দেয়াল টপকে পরীক্ষার হলে নকল সরবরাহ করতে গিয়ে মোঃ মেহেদী হাসান (১৭) নামে একজন আটক হয়েছে। সে এ বছর এইচএসসি পরীক্ষার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এবং নিশ্চিন্তপুর পরীক্ষা কেন্দ্র সচিব থেকে এসব তথ্য পাওয়া গেছে।

মতলব উত্তর উপজেলা ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২টার দিকে ফরাজীকান্দি উয়েসীয়া কামিল (এমএ) কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি গনিত পরীক্ষা চলাকালে পরিদর্শনে যান। এসময় গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে উপরোক্ত দুই পরীক্ষার্থী নকল করছিল। এ সময় ইউএনও মাহমুদা কুলসুম মনি পরীক্ষার কক্ষে গিয়ে দেখতে পান, দুই পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করছে। পরে ইউএনও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

বহিষ্কাররা হলো- ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসার সোহান মিয়া ও দশানী আল আমিন বোরানুর উলুম দাখিল মাদ্রাসার মো.আঃ কাদির জিলানী।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি জানান, গনিত পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল আলম উপস্থিথ ছিলেন।

এদিকে উপজেলার নিশ্চিন্তপুর এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের দেয়াল টপকে পরীক্ষার হলে নকল সরবরাহ করতে গিয়ে এ বছর এইচএসসি পরীক্ষার্থী মোঃ মেহেদী হাসান (১৭) নামে একজন আটক হয়েছে। আটক মেহেদী নিশ্চিন্তপুর গ্রামের দেলোয়ারের ছেলে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলার নিশ্চিন্তপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের জন্য দেওয়াল টপকে নকল দিতে গেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা ও পরীক্ষা কেন্দ্র সচিব মোঃ আরিফ উল্লাহ’র হাতে আটক হন। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা কেন্দ্র সচিব মোঃ আরিফ উল্লাহ।

নি জানান, বহিরাগত এই ছেলে নকল সরবরাহের চেষ্টা করেছিল। আমাদের এবং প্রশশাসনের কঠোর নজরদারির কারণে সে পারেনি। কেন্দ্রের কক্ষে যাওয়ার আগেই তাকে আমরা অঅটক করি। আগামী পরীক্ষাগুলোয় যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা সর্তক রয়েছি।

নিজস্ব প্রতিবেদক, ১৭ এপ্রিল ২০২৫

Explore More Districts