মতলব উত্তরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

মতলব উত্তরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৮৮ হাজার ৪৫৭জন শিশুকে টিকাদানের লক্ষ্যনিয়ে রোববার সকালে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সকাল ১০টার দিকে উপজেলার গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ৫জন শিশুকে টিকা প্রদান করে কর্মসূচির উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এমওডিসি (রোগ নিয়ন্ত্রন) ডা.মোঃ মোবারক হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশ্রাফুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন, হেলথ ইন্সপেক্টর সুভাষ চন্দ্র সরকার, মেডিকেল টেকনোলজিষ্ট (এমটি ইপিআই) ভাষান চন্ত্র কীর্ত্তনিয়া, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন, স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান,অজিত কুমার দাস প্রমুখ।

উপজেলায় মোট ৮৮হাজার ৪৫৭জন শিশুকে একডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এদের মধ্যে স্কুল পর্যায়ে ৬০ হাজার ২শত ৬৪জন এবং কমিউনিটি পর্যায়ে ২৮হাজার ১৯৩ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকার জনগণের দোরগোড়ায় টিকা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি স্বতঃস্ফূর্তভাবে এ ক্যাম্পেইনে অংশ নিয়ে তাদের সন্তানদের টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহবান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুর রহমান বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে মতলব উত্তর উপজেলার ১৫টি ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ৪৩০টি কেন্দ্রে ৮৮হাজার ৪৫৭জন শিশুকে এবং কমিউনিটি পর্যায়ে ৩৬০টি কেন্দ্রে ২৮হাজার ১৯৩ জন শিশুকে শিশুকে এই টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সরকারি স্বাস্থ্যসেবা সফল ও বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক/
১২ অক্টোবর ২০২৫

Explore More Districts