মতলবে বজ্রপাতে পুড়ে গেছে ১৪ শতাংশ জমির ধানের খর

মতলবে বজ্রপাতে পুড়ে গেছে ১৪ শতাংশ জমির ধানের খর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বজ্রপাতে পুড়ে গেছে মোঃ শাহাদাত হোসেন নামক এক কৃষকের ১৪ শতাংশ ধানের খর।

বুধবার বিকাল সোয়া ৪টায় মতলব পৌরসভার শোভনকর্দী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে কোন মানুষের ক্ষতি হয়নি।ক্ষতিগ্রস্ত শাহাদাত হোসেন শোভনকর্দী গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

 জানা গেছে,বুধবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ব্যাপক  ঝড়-বৃষ্টি হয়। হঠাৎ করে  শোভনকর্দী গ্রামের কৃষক মোঃ শাহাদাত হোসেনের জমিনে বজ্রপাত হয়। 

 কৃষক শাহাদাত হোসেন বলেন,তাদের জমির ধান কেটে মাড়াইয়ের গানগুলো বাড়ীতে নিয়ে যায়।খরগুলো ওই জমিনে শোকানোর জন্য রসখা হয়।বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৪টায় বজ্রপাতে ওই খরগুলো পুড়ে ছাই হয়ে যায়। তবে ওই সময় জমিনে কোন লোকজন ছিলনা এবং মানুষের কোনো ক্ষয় ক্ষতি হয় নি। ঝড় বৃষ্টি  যাওয়ার পর আশ পাশের শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। 

 উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল বলেন, বজ্রপাতে এক কৃষকের খর পুড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। তবে খোঁজ নিয়ে জানা গেছে কোন মানুষজনের ক্ষয় ক্ষতি হয়নি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৪ মে ২০২৫

Explore More Districts