মতলবে প্রবাসীর বাড়ি নির্মাণ কাজে যুবলীগ নেতার চাঁদা দাবীর অভিযোগ

মতলবে প্রবাসীর বাড়ি নির্মাণ কাজে যুবলীগ নেতার চাঁদা দাবীর অভিযোগ

মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বহরি গ্রামে এক প্রবাসী বাড়ি নির্মাণে রফিকুল ইসলাম নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে ওই প্রবাসী ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে আইনি সহায়তার জন্য আবেদন করেছেন।

অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বহরী গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে মুশফিকুর রহমান সোহেল বর্তমানে জার্মানিতে রয়েছেন। ২০১৫ সালে তাদের বাড়ির মৃত জালাল উদ্দিনের ছেলে ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছ থেকে সাফ-কবলা দলিল মূলে দুই শতাংশ বিশ পয়েন্ট বসতবাড়ির ভূমি ক্রয় করেন। পরে ক্রয়কৃত ভূমিতে দুই কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে পরিবারের সদস্যরা বসবাস করছেন। পরবর্তীতে পূর্বের ক্রয়-কৃত ভূমির পাশে হেবা দলিল মূলে আরও ৮৩ পয়েন্ট ভূমির মালিকানা লাভ করেন প্রবাসী মুশফিকুর রহমান সোহেল। পূর্বে নির্মিত দুই কক্ষ বিশিষ্ট ভবনের বর্ধিত কাজ করতে গেলে রফিকুল ইসলাম ও তার ভাই সুরুজ লোকজন নিয়ে মারামারি করে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং কাজ করতে হলে চাঁদা দাবি করে।

প্রবাসী মুশফিকুর রহমান সোহেল মুঠোফোনে জানান, তার (রফিকুল ইসলাম) কাছ থেকে ক্রয়কৃত এবং হেবা দলিল মূলে যতটুকু জমি আমি পেয়েছি তার মধ্যে ভবনের বর্ধিত কাজ চলছিল। মাটি কেটে ছয়টি পিলারের ঢালাই শেষ করার পর তারা দুই ভাই বহিরাগত লোকজন নিয়ে এসে আমার পরিবারের সদস্যদেরকে মারধর করে কাজ বন্ধ করে দেয়। নির্মাণ কাজ করতে হলে তাদের ২০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে, তা না হলে দেখে নেওয়ার হুমকি দেয়।

অভিযোগের বিষয়ে রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, আমি যেই দাগে ভূমি বিক্রয় করেছি তারা সেই দাগে ভবন না করে অন্য দাগে করেছে। তাদের কাছে চাঁদা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩ জুন ২০২৫

Explore More Districts