মতলবে দাদা-দাদীর কবর জিয়ারত করলেন আশিক চৌধুরী

মতলবে দাদা-দাদীর কবর জিয়ারত করলেন আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আজ শনিবার ১০ মে সকাল সাড়ে ৮টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে তাঁর দাদা মরহুম ডা. আজিজ চৌধুরী ও দাদী মরহুমা হাজেরা আজিজ এর কবর জিয়ারত করেন।

জিয়ারতের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আশিক চৌধুরী তাঁর দাদা-দাদীর রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আশিক চৌধুরী (জন্মনাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন) একজন বাংলাদেশী অর্থনীতিবিদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক, ১০ মে ২০২৫

Explore More Districts