মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌর কেন্দ্রীয় ঈদগাহে ( নিউ হোস্টেল মাঠে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারোয়ার ফরিদী এবং মুকাব্বিরের দায়িত্ব পালন করেন নিউ হোস্টেল মাঠ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহাদাত হোসেন।
নামাজের আগে ইমাম মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন। তিনি বলেন, ‘রোজাদারদের জন্য ঈদ আল্লাহর উপহার। এটি আমাদের জন্য খুশির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা পবিত্রতা ও তাকওয়ার সঙ্গে ঈদের নামাজ আদায় করছি। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সারাবছর জীবন পরিচালনা করতে হবে।’
তিনি বলেন, ‘ঈদুল ফিতর কেবল আনন্দের দিন নয়, বরং এটি ধনী-গরিব সবার মাঝে ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধন দৃঢ় করার দিন।’ তিনি মুসল্লিদের সমাজের দুঃস্থ ও দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান, যাতে সবাই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে। বয়ানে তিনি আরো বলেন,সমাজে কিছু অতিউৎসাহী হয়ে আতশ বাতি ও বাজি ফুটায়। এগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। সকল কর্মকান্ড থেকে সবাইকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
জামাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আমজাদ হোসেন।
এসময় মতলব দক্ষিণ উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, দীর্ঘ ১১ মাস পর এই সিয়াম সাধনার মাস হিসেবে রমজান আমাদের মাঝে এসে হাজির হয়।
ঈদ মানেই শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মুসলিম বন্ধনের এক শিক্ষা। হিংসা-বিদ্বেষ ভুলে, সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ। ঈদ মানেই শান্তি, ঈদ মানেই সকলের আনন্দের মিলবন্ধন। এবারের ঈদুল ফিতরে ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে এবং আগামী দিনগুলো সবার জন্য সুখময় ও সুন্দরময় হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দ প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক, এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক—এটাই হোক এবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আমেজ এবং ঐকান্তিক কামনার প্রার্থনা।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আমজাদ হোসেন আরও বলেন, আসুন আমরা সবাই গরিব, দুঃখী, সুবিধাবঞ্চিত শিশুদের ও মেহনতি মানুষদের পাশে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে মহিমান্বিত ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান উপজেলাবাসীকে। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মোঃ ইউনুসের পক্ষ থেকে মতলব দক্ষিণ উপজেলা বাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও ঈদ শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ। তিনিও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মতলবের শান্তি- শৃঙ্খলা বজায় রেখে যে যারমত করে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ একে-অপরের মধ্যে ভাগাভাগি করে নিবেন।ঈদ উপলক্ষে প্রতিবেশীরা আপনজনের সাথে একত্রিত হয়ে থাকে।কিছুসংখ্যক জায়গায় পূর্বের বিরোধ নিয়ে ঝগড়া, বিবাদ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে । আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাই যেন শান্তিপূর্ণ ভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারে সেজন্য সকলের প্রতি অনুরোধ জানান ওসি সালেহ আহমেদ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারোয়ার ফরিদী।
নামাজ শেষে দেশের উন্নতি ও শান্তি কামনা করে দোয়া করা হয়।এছাড়া ফিলিস্তি মুসলমানদের জন্যও দোয়া করা হয়।
পরে ঈদগাহে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে একে-অপরের সাথে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের জামাতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীসহ সামাজিক, রাজনৈতিক,মুক্তিযুদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং সকল শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,৩১ মার্চ ২০২৫