মতলবের মাটিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই নেই : ড.জালাল উদ্দিন

মতলবের মাটিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই নেই : ড.জালাল উদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন,  বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, বালুখেকো, দখলবাজ ও মাদক কারবারিদের কোনো জায়গা নেই। যারা এসব কর্মকান্ডের সাথে জড়িত তারা বিএনপির কেউ নয়।তারা অন্য দলের এবং বিএনপিতে অনুপ্রবেশকারী। সন্ত্রাসীদের কোনো দল নেই, তারা সমাজ ও দেশের শত্রু। মতলবের মাটিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই নেই।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, বালুখেকো, দখলবাজ ও মাদক কারবারিদের কোনো জায়গা নেই। যারা এসব কর্মকান্ডের সাথে জড়িত তারা বিএনপির কেউ নয়।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মানুষের জীবন যাত্রার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তাই বিএনপিকে ঠেকানোর জন্য দেশে বিদেশে নানা ধরনের চক্রান্ত চলছে। বিএনপির মুল শক্তি হচ্ছে জনগণ। আপনারা আমাদের পাশে আছেন বলেই বিএনপি আজ জনপ্রিয় দল হিসেবে আমরা গর্ববোধ করছি। বিএনপির মধ্যে যেনো ধরনের ফ্যাসিবাদ ঢুকতে না পারে সেজন্য যার যার অবস্থান থেকে প্রতিটি নেতা কর্মীকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন,  একটি দল ধর্মকে পুঁজি করে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আর যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তাদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। বিএনপির লোকেরা ধর্ম পালন করে কিন্তু ধর্ম ব্যবসা করে না। অসংখ্য তাঁজা জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার ও ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে তাঁর হাতকে শক্তিশালী করতে হবে । আমরা নিয়মিত উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে তারেক রহমান ও খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জালাল উদ্দিন বলেন, আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন। দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো। ধানের শীষে ভোট দিয়ে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। এদেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের বিকল্প নাই।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, ইন্জিনিয়ার শাহনাজ শারমীন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন প্রধান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর প্রধান,মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান কাইয়ুম, মতলব দক্ষিণ যুবদলের আহবায়ক মো: মোজাহিদুল ইসলাম কিরন,মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মল্লিক মোঃ শাহজাহান, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহবায়ক মিরান মিয়াজি, মতলব পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাছির মিয়াজী প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১৭ অক্টোবর ২০২৫

Explore More Districts