মঠবাড়িয়ায় ৭৭ টি পূজা মন্ডপে বিএনপি নেতা এআর মামুন খানের অর্থিক অনুদান 

মঠবাড়িয়ায় ৭৭ টি পূজা মন্ডপে বিএনপি নেতা এআর মামুন খানের অর্থিক অনুদান 

২৫ September ২০২৫ Thursday ৪:০৭:১৫ PM

Print this E-mail this


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

মঠবাড়িয়ায় ৭৭ টি পূজা মন্ডপে বিএনপি নেতা এআর মামুন খানের অর্থিক অনুদান 

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭৭টি পূজা মন্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মঠবাড়িয়া উপজেলা মিলনায়তনে এই অনুদান বিতরণ করা হয়। এআর মামুন খান ব্যক্তিগত ভাবে উপজেলার মোট ৭৭টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

মঠবাড়িয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রণব রায়ের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম, থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মনির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল, ছাত্রদল নেতা এমরান হোসেন মনি মুন্সি, বায়জিদ আহমেদ সাব্বির প্রমুখ।

এসময়ে মঠবাড়িয়া দক্ষিণ বন্দর পূজা উদযাপন কমিটির সভাপতি শিবু সাওজাল বলেন, এই উদ্যোগকে আমরা হিন্দু সম্প্রদায় সাধুবাদ জানাই৷ এই আর্থিক অনুদানে আমরা কিছুটা হলেও উপকৃত হবো।

বিএনপি নেতা এআর মামুন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতি বছরের ন্যায় মঠবাড়িয়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সামান্য কিছু উপহার প্রদান করেছি৷ হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে সর্বক্ষণ আছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts