মঠবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

মঠবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

১৪ September ২০২৫ Sunday ৬:০৯:০২ PM

Print this E-mail this


ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর) :

মঠবাড়িয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনকে হত্যার দায়ে ছেলে রিয়াজ উদ্দিন (৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ৷ শনিবার বিকেলে উপজেলার দাউদখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে৷

এ ঘটনায় নি’হ’ত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন৷

মামলা সূত্রে জানাযায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন৷ এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে একমাত্র ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়৷ পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়৷ জমি বিক্রি করে টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে ১২ জুলাই থেকে ১৩ জুলাই এর মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করে লাশ অজ্ঞাত স্থানে ফেলে রেখে বাবা নিখোঁজ হয়েছেন বলে প্রচার চালায়৷

উল্লেখ্য, নিখোঁজের একদিন পর গত ১৩ জুলাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাসির উদ্দিনের (৬৮) রক্তাক্ত লাশ শহরের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চ থেকে উদ্ধার করে পুলিশ৷ এঘটনায় তখন থানায় একটি অপমৃত্যু মামলা হয়৷

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে৷ এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে শনিবার সকালে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন৷ মামলা দায়েরের পর দাউদখালী এলাকা থেকে রিয়াজকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করা হয়৷

মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মোঃ শহিদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন৷

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts