মঠবাড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কলেজছাএ আহত

মঠবাড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কলেজছাএ আহত

১৭ November ২০২৪ Sunday ৩:২৮:১৯ PM

Print this E-mail this


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: 

মঠবাড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কলেজছাএ আহত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কবরস্থানে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় টামিম হাসান বাবু (১৮)নামে এক কলেজ ছাএ আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বুখাইতলা বান্ধব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা গেছে, উপজেলার বুখাইতলা বান্ধব পাড়া গ্রামের আঃখালেক হাওলাদারের সাথে একই বাড়ীর মৃত লতিফ হাওলাদারের ছেলে নুরুজ্জামান হাওলাদারের কবরস্থানের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে ঘটনার দিন খালেক হাওলাদারের রোপনকৃত ছোট ছোট রেন্ট্রি চারা গাছ প্রতিপক্ষ নুরুজ্জামান ভাড়াটে লোক নিয়ে ভেংগে ও উপড়ে ফেলে।

এ নিয়ে মঠবাড়িয়া ডাঃ রুস্তম আলী ফরাজি কলেজের দ্বিতীয় বর্ষের ছাএ টামিম হাসান বাবুর সাথে বাক- বিতন্ডার একপর্যায়ে হকিস্টিক দিয়ে নুরজামান তাকে পিটিয়ে গুরুতর আহত করে।স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খালেক হাওলাদার জানান, আমার পারিবারিক কবরস্থানে মধ্যে জমি পাবে এমন অভিযোগ তুলে ছেলের ওপর নুরুজ্জামান ও তার ৫/৬ জন ভারাটে সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। আমি প্রতিপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts