মঞ্চে হকারদের জীবিকা ও সংগ্রামের গল্প

মঞ্চে হকারদের জীবিকা ও সংগ্রামের গল্প

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হলো রম্য নাটক ‘সংস অব হকারস’ বা ‘হকারদের গান’।

আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে গত বৃহস্পতি ও শুক্রবার নাটকটি উপভোগ করেছেন ঢাকার দর্শকেরা।

নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন ফরাসি নাট্যব্যক্তিত্ব যাযি আয়ুন। নৃত্য, গান, পুতুলনাচ, অ্যাক্রোব্যাটিকসসহ বিচিত্র পরিবেশনায় প্রযোজিত নাটকটি দেখতে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল।

Explore More Districts