নিজস্ব প্রতিবেদক: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী বিষয়ক টাঙ্গাইলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও গণগ্রন্থাগার অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণগ্রন্থাগারের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনীষ চাকমা। মুখ্য আলোচক ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম।
এতে গণগ্রন্থাগারের পরিচালক সুফিয়া কামাল, সহকারী পরিচালক মরিয়ম বেগম ও আল-মামুন হাওলাদার, টাঙ্গাইল জেলা গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকার প্রমুখসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।