২৩ এপ্রিল ২০২৪ মঙ্গলবার ৯:৩৪:৪৩ অপরাহ্ন |
ভোলা প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় দাখিল করা ৩৮ প্রার্থী মনোনয়নপত্র বৈধ্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে ভোলা জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা যাচাই বাছাই কার্যক্রম শেষে তাদেরকে বৈধ ঘোষণা করেন। এর আগে এ তিন উপজেলার চেয়ারম্যান পদে ১২, ভাইস চেয়ারম্যান পদে ১২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করে।
ভোলা জেলা নির্বাচন অফিসার ও জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন জানান, ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া বোরহানউদ্দিন উপজেলার ১১ প্রার্থী ও দৌলতখান উপজেলার ১৩ জন প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেয়া হবে ০২ মে এবং ২১মে এ তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |