ভোলার মেঘনার দস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩

ভোলার মেঘনার দস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩

২ February ২০২৫ Sunday ৩:৫৭:৩৫ PM

Print this E-mail this


ভোলা প্রতিনিধি:

ভোলার মেঘনার দস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩

ভোলার মেঘনায় জেলে ট্রলারে দস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এসময় দস্যুদের গুলিতে হাসান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে। 

গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আরও তিন জেলে আহত হয়েছেন। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, রাতে ভোলার মেঘনায় জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় একদল দস্যু জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের ওপর গুলি চালায় দস্যুরা। এতে এক জেলে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিন জেলে। 

হতাহত জেলেদের বাড়ি ভোলা সদরের বাংলাবাজার এলাকায় বলে জানা গেছে। 

এদিকে খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের তিনটি দল ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে ভোলা নৌ পুলিশের ইনচার্জ মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পাঠানো হয়েছে। 

এদিকে হঠাৎ করেই মেঘনায় দস্যুদের উপদ্রব বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts