ভোলার তিন উপজেলায় ভোটের সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রগুলোতে

ভোলার তিন উপজেলায় ভোটের সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রগুলোতে

২০ May ২০২৪ Monday ৭:০৩:২৩ PM

Print this E-mail this


ভোলা প্রতিনিধি:

ভোলার তিন উপজেলায় ভোটের সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রগুলোতে

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।

সোমাবর দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ হলরুমে সদরের ১১৪টি কেন্দ্রের ৯০৩টি ভোট কক্ষের ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল।

এছাড়াও দৌলতখান উপজেলার ৫৬ টি ভোট কেন্দ্রের ৪১০টি ভোট কক্ষ ও বোরহানউদ্দিন উপজেলার ৮২টি ভোট কেন্দ্রের ৫৬৯টি ভোট কক্ষের ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন।

দৌলতখান উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটে লড়ছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts