৬ July ২০২৫ Sunday ৭:৫২:৪৫ PM | ![]() ![]() ![]() ![]() |
তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার রেষ না কাটতেই ভোলার তজুমদ্দিনে আবারও এক বিধবা নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চাঁচড়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের হাজী বাড়িতে এ ঘটনা ঘটায় আলম চৌধুরীর ছেলে রাসেল ও কালাম ফরাজীর ছেলে গিয়াস নামের লম্পট দুই যুবক।
রবিবার (৬ জুলাই) দুপুরে তজুমদ্দিন থানায় এসে এমন অভিযোগ করেন ভুক্তভোগী নারী।এ ঘটনায় বিকেলে তজুমদ্দিন থানায় মামলা করেন ওই নারী।যার নং তজু(২)০৬/০৭/২০২৫।
ভুক্তভোগী বিধবা নারী বলেন,ঘটনার সময়ে তার মা বাড়িতে ছিলেন না। তিনি ঘরে একা বাচ্ছাকে নিয়ে ঘুমাচ্ছিলেন গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে তাকে স্থানীয় বখাটে গিয়াস উদ্দিন মুখ চেপে ধরে আর রাসেল আমাকে নির্যাতন (ধর্ষণ) করে।এরপর রাসেল ও গিয়াস তাকে পরপর ধর্ষণ করে এবং রাসেল মোবাইলে ভিডিও ধারণ করে। ওই নারী আরো বলেন, রাসেল ও গিয়াসের সাথে সম্পর্ক না রাখলে তারা গাজা দিয়ে তার ভাইকে ধরিয়ে দিবে এবং এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যায় অভিযুক্ত গিয়াসউদ্দিন আগে আওয়ামীলীগ করতেন আর এখন সদ্য বহিস্কৃত ইউনিয়ন বিএনপি সেক্রেটারী ইব্রাহিম হাওলাদারের সক্রিয় কর্মী বলে জানা যায়।
তজুমদ্দিন থানার ওসি মহব্বত খান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জুন দুপুরে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের কামারপট্টি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়।৩০ জুন সেই ঘটনায় ভিকটিমের স্বামী রুবেল বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা করেন। এঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এবং ৪ জনকে দল থেকে বহিষ্কার করা হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |