ভোলায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল কোস্টগার্ড

ভোলায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল কোস্টগার্ড

১৭ April ২০২৫ Thursday ৫:০৪:৪৯ PM

Print this E-mail this


ভোলা প্রতিনিধি:

ভোলায় ৯ কোটি টাকার ইয়াবা ধ্বংস করল কোস্টগার্ড

কোস্টগার্ড দক্ষিণ জোন ও র‍্যাবের যৌথ অভিযানে পটুয়াখালী জেলা থেকে বস্তাবন্দি অবস্থায় জব্দকৃত ২ লাখ ৯৯ হাজার ৯৮০ লাখ পিস ইয়াবা ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজের উপস্থিতিতে জব্দকৃত ইয়াবা ধ্বংস করা হয়। এসময় ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও র‍্যাবেররর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট সাব্বির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি ভোর রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। পরে পটুয়াখালীর কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা থানায় জমা দেওয়া হয়।পরবর্তী সময়ে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত ১০ এপ্রিল কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে থাকা ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংসের নির্দেশ দেন। ওই নির্দেশে আজ বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইসের মাঠে ইয়াবাগুলো ধ্বংস করা হয়েছে।

লেফটেন্যান্ট সাব্বির আহমেদ আরও বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts