ভোলায় ১২ মণ মাছ জব্দ

ভোলায় ১২ মণ মাছ জব্দ

২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার ৮:০৯:২৭ অপরাহ্ন

Print this E-mail this


ভোলা প্রতিনিধিঃ

ভোলায় ১২ মণ মাছ জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পরিবহনের দায়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে চার হাজার ৮০০ কেজি মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।

মঙ্গলবার (২৬ মার্চ) জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানা, মাদরাসা ও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এর আগে সোমবার (২৫ মার্চ) রাতে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে কোস্টগার্ড মাছগুলো জব্দ করে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা-রুটে চলাচলকারী কার্নিভ্যাল ক্রুজ লঞ্চে একটি বিশেষ অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় ও লঞ্চ তল্লাশি করে চার হাজার ৮০০ কেজি বা বিভিন্ন প্রজাতির চিংড়ি, তপসি, ইলিশ, পোড়া মাছ জব্দ করা হয়।

উল্লেখ্য, মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts