৩ July ২০২৫ Thursday ৮:২৭:৪৫ PM | ![]() ![]() ![]() ![]() |
তজুমদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- যুবদল কর্মী আলাউদ্দিন (৪০) ও তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সাবেক (ঘটনার পর বহিষ্কৃত) যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন (৩০)।
বুধবার (২ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ (৩ জুলাই) তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহাব্বত খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়া থেকে আলাউদ্দিন এবং রাত সাড়ে ৩টার দিকে ভোলার বোরহানউদ্দিন থেকে ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে আলাউদ্দিন মামলার ১ নম্বর এবং ফরিদ ২ নম্বর আসামি। এর আগে মামলার ৩ নম্বর আসামি ঝর্ণা বেগম এবং ৫ নম্বর আসামি মানিককে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ভুক্তভোগীর স্বামীকে (৩০) তজুমদ্দিন উপজেলার একটি গ্রামে ডেকে নেন তার দ্বিতীয় স্ত্রী (৪০)। পরে আসামিরা ওই ব্যক্তিকে আটকে রেখে চার লাখ দাবি করেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরদিন রবিবার সকালে তার প্রথম স্ত্রী (৩০) আসামিদের কাছ থেকে স্বামীকে ছাড়িয়ে আনতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |