১৩ November ২০২৪ Wednesday ৪:২৪:০৩ PM |
ভোলা প্রতিনিধি:
ভোলায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে সিরাজ ব্যাপারী আলোচিত হত্যা মামলার দুই নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে তাদের বগুড়া সদর থানার মালতিনগর এলাকার নাটাইপাড়ার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, হত্যা মামলার প্রধান আসামি মো: বাবুল (৪০), ভানু বেগম (৬০) এবং হাসনা বিবি (৩৫)। তারা সবাই ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা চর যমুনা গ্রামের বাসিন্দা।
বুধবার সকালে র্যাবের ভোলা ক্যাম্পের কমান্ডার লে: মো: শাহরিয়ার রিফাত অভি তথ্য নিশ্চিত করেন। এবং তিনি জানান, এবছর গত ৪ সেপ্টেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানা চর যমুনা এলাকায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে মো: সিরাজ ব্যাপারীকে হত্যা করেন বাবুল ও তার সহযোগীরা। পরের দিন এঘটনায় একটি মামলা হয়। আসামিরা র্দীঘদিন পলাতক ছিলেন। এরপর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে র্যাব-৮ ও র্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে তাদের বগুড়া সদর থানার মালতিনগর এলাকার নাটাইপাড়ার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, তাদের ভোলায় আনা হচ্ছে এবং আজ আদালতে প্রেরণ করা হবে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |