২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার ৬:৩২:১৯ অপরাহ্ন |
ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলায় সর্বস্তরের জনসাধারণের নিকট সর্বজনীন পেনশন স্কিমের সুফল ও সুবিধাসমূহ তুলে ধরতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে ভোলা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ভোলারজেলা প্রশাসক মো; আরিফুজ্জামান, পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান প্রমূখ।
অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, এনজিও কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
এসময় বক্তারা বলেন, দেশের সকল শ্রেণির মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের জনসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এর ফলে যারা পেনশন স্কিমভূক্ত হয়ে নির্দিষ্ট মেয়ার্দে নিয়মিত সঞ্চয়ের টাকা জমা দিবেন তারাই ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |