২৬ June ২০২৫ Thursday ১০:০৪:২৯ PM | ![]() ![]() ![]() ![]() |
দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলা থেকে রাতের আধারে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল বহনকারী নসিমনের ড্রাইভারকেও আটক করা হয়।
জব্দ চাল বর্তমানে দৌলতখান থানা পুলিশের হেফাজতে রয়েছে।
দৌলতখান থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার (২৫ জুন) দিনগত রাতে দৌলতখান থেকে নসিমনে করে প্রায় ১০০ বস্তা চাল ভোলা সদরের দিকে নেয়ার সময় বাংলাবাজার এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়। সরকারি চাল পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। জব্দ করা চালগুলো সরকারি গুদাম থেকে বের করা হয়েছে। তবে কোন প্রকল্পের তা নিয়ে কাগজপত্র যাচাই বাছাই চলছে। যদি অবৈধভাবে বিক্রির ব্যবস্থা হয়, তাহলে নিয়মিত মামলা হবে।
দৌলতখান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শুভাশ চন্দ্র পাল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে চালগুলো উপজেলার ভবানীপুর ইউনিয়নে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে। এ প্রকল্পে ৯ টন চাল বরাদ্দ হয়েছে। নিয়ম অনুযায়ি চালগুলো প্রকল্প কর্মকর্তা উপজেলার মধ্যে বিক্রি করে কাজসম্পন্ন করতে পারবে, অন্য উপজেলায় নেয়া যাবে না।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |