ভোলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ভোলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

২ August ২০২৪ Friday ৫:২০:২০ PM

Print this E-mail this


ভোলা প্রতিনিধিঃ

ভোলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় ভোলায় দোয়া মাহফিল ও গণআন্দোলন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টা শহরের সদর বরিশাল দালান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের সদর রোড ঘুরে নতুন বাজার হয়ে ভোলা-বরিশাল-লক্ষীপুর মহাসড়কের ট্র্যাফিক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সংক্ষিপ্ত সমাবেশে সহিংসতায় নিহতের প্রতিবাদ, নয় দফা দাবি বাস্তবায়ন এবং গ্রেপ্তার ছাত্রদের মুক্তির দাবি জানান তারা।  

এসময় কিছু সময়ের জন্য ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। তবে শহর জুড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts