২৮ অক্টোবর ২০২৩ শনিবার ৮:১০:০৮ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
ভোলার ভেদুরিয়ায় বসতঘরে লাগা আগুনে সুমাইয়া (১২) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরটিও। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৭ অক্টোবর) রাত ২টায় ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পণ্ডিত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (২৮ অক্টোবর) ভোলা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. সুমন এ তথ্য জানিয়েছেন।
মৃত সুমাইয়া পণ্ডিত বাড়ির অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরের মালিক নুরুল ইসলামের নাতনি।
ফায়ার ফাইটার মো. সুমন জানান, খবর পেয়ে শুক্রবার রাত ২টায় ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস। তারা পৌঁছানোর আগেই ওই বাড়ির নুরুল ইসলামের টিনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘরে থাকা সুমাইয়া নামের এক প্রতিবন্ধী শিশু আগুনে পুড়ে মারা যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, নিহত সুমাইয়া বাক ও শারীরিক প্রতিবন্ধী ছিল। সে ঘর মালিক নুরুল ইসলামের নাতনি।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ হাওলাদার জানান, আগুন লাগার পর ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরের অন্যরা বের হতে পারলেও প্রতিবন্ধী শিশুটি ঘরে আটকা পড়ে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ফকির বলেন, ‘দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |