ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

২৮ April ২০২৫ Monday ৫:০২:৩৪ PM

Print this E-mail this


ভোলা প্রতিনিধি:

ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

ভোলার চরফ্যাশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে অটোরিকশা শ্রমিকদের মারধরের প্রতিবাদে ভোলা-চরফ্যাশন মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। 

রোববার বিকেল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ভোলার বীরশ্রেষ্ঠ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে ছেড়ে যায়নি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  টার্মিনালে এসে যাত্রীদের চরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে।  

অনেকে বাধ্য হয়ে ছোট ছোট পরিবহনে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন। 

যাত্রীরা জানান, বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া গুনে গন্তব্যে যেতে হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত সময়ও ব্যয় হচ্ছে। 

এদিকে বাস শ্রমিকদের মারধরের ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। এ সময় অন্যান্য বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা। 

ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, শ্রমিকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। একইসঙ্গে মহাসড়কে সব ধরনের থ্রি হুইলার বন্ধ করতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts