ভোক্তা সুরক্ষা থেকে সবুজ সচেতনতা: স্কুল পর্যায়ে ‘ভোক্তা অধিকার আইন’ নিয়ে ব্যতিক্রমী আয়োজন

ভোক্তা সুরক্ষা থেকে সবুজ সচেতনতা: স্কুল পর্যায়ে ‘ভোক্তা অধিকার আইন’ নিয়ে ব্যতিক্রমী আয়োজন

নড়াইল সদরের ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ভোক্তা অধিকার বিষয়ক এই সচেতনতামূলক সভা শিশুদের মাঝে সুস্থ জীবনধারার বীজ বুনেছে। সভায় সহকারি পরিচালক শামীম হাসান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছেন যেন তারা ক্ষতিকর খাবার থেকে বিরত থাকে, পণ্যের মেয়াদ দেখে কেনাকাটা করে এবং বিএসটিআই অনুমোদিত পণ্যের ওপর আস্থা রাখে।

2601.jpgতিনি খুব স্পষ্টভাবে উল্লেখ করেন, শুধু আইন দিয়ে নয়, সমাজের প্রতিটি নাগরিককে সচেতন হয়ে দায়িত্বশীল ভোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। সচেতনতার এই পাঠ শুধু বাজার ব্যবস্থায় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের দিক নির্দেশনায় অত্যন্ত কার্যকর।

আলোচনার শেষে দুই শতাধিক গাছের চারা বিতরণ ছিল যেন এই শিক্ষার একটি সবুজ উপহার—“সন্তান বেইমান হতে পারে, গাছ নয়”—এই বাক্যে ফুটে ওঠে প্রকৃতির প্রতি দায়িত্ববোধের একটি মূর্ত প্রতীক।

এই আয়োজন যেন ছিল ভোক্তা অধিকার, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশবান্ধব মানসিকতার এক ত্রিমুখী বার্তা।

Explore More Districts