ভেসে ওঠলো কর্ণফুলীর নিখোঁজ সাম্পান মাঝির লাশ – দৈনিক আজাদী

ভেসে ওঠলো কর্ণফুলীর নিখোঁজ সাম্পান মাঝির লাশ – দৈনিক আজাদী

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাম্পান বাঁচাতে ঝাঁপ দেওয়া নিখোঁজ মাঝির লাশ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে কর্ণফুলী নদীর বোয়ালখালী হামির চর থেকে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ইনচার্জ মোঃ একরামুল হক।

নিহত মাঝির নাম জাবেদ আহমেদ (৪৫)। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দানু মেম্বারের বাড়ির মৃত শরীফ আলীর পুত্র।

এর আগে বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জাহাজের সঙ্গে নোঙর করা ইঞ্জিন চালিত কাঠের নৌকা (টেম্পু) ছুঁটে গেলে সেটি বাঁচাতে নদীতে ঝাঁপ দেন মাঝি মোঃ জাবেদ আহমেদ। এরপর নৌ-পুলিশ ও স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও হদিস মেলেনি তার। অবশেষে একই স্থানে নিখোঁজের ৩০ ঘন্টা পর মাঝি জাবেদের লাশ ভেসে ওঠে।

সদরঘাট নৌ থানার ইনচার্জ মোঃ একরামুল হক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা হবে।

নিহত সাম্পান মাঝির সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মধ্যে বড় ছেলে বিজয় রমজান মাসে একটি কাপড়ের দোকানে চাকরি করলেও বর্তমানে বেকার। ছোট ছেলে জনি এবারের এসএসসি পরীক্ষার্থী এবং একমাত্র মেয়ে মিম আকতার ২য় শ্রেণীতে পড়াশোনা করে। মাঝি জাবেদের মৃত্যুতে যেমন পরিবারে অন্ধকার নেমে এসেছে তেমনি পুরো এলাকায় শোকের ছায়া বইছে।

Explore More Districts