ভূমি অধিগ্রহণ কর্মকর্তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর

ভূমি অধিগ্রহণ কর্মকর্তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর




ভূমি অধিগ্রহণ কর্মকর্তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর



স্টাফ রিপোর্টার : অধিগ্রহণকৃত ভূমিতে আপত্তি ও আদালতে মামলা থাকা সত্বেও বেআইনি ভাবে অর্থ ছাড় করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তি ও নিজের প্রাপ্যের নিশ্চয়তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আপত্তিকারি পরিবার ও মামলার বাদী রুনা আলম । গত শনিবার তিনি তার নিজ বাড়ি জামালপুর শহরের মৃধাপাড়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে একটি লিখিত বক্তব্য পড়ে শুনানো হয়। মরহুম ইলিয়াস মোর্তজার স্ত্রী রুনা আলম জানান, তিনি গত ২১/৬/২০২২ ইং তারিখে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখায়, জামালপুর গেইটপাড় এলাকায় ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের অধিকৃত ভূমির ক্ষতিপূরণ পাওয়ার জন্য একটি আপত্তিপত্র দাখিল করেন। যার দাগ নং ৮৩৭৮। উক্ত দাগে গত ১/৯/২০০৪ ইং তারিখে ১৩৯১ নং দলীলমূলে তিনি ৩ শতাংশ জমির মালিক হওয়ায় দায়িত্বরত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মোঃ জোবায়ের হোসেন তার আপত্তিটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেন। এছাড়া তিনি জামালপুর জেলা জজ ১ম আদালত ও বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ১ম আদালতে দুইটি মামলা করেন। যার নং ৫৬/২০২৪ ও ২৭৫/২০২৪। এদসত্বেও গত ২৯/৮/২০২৪ ইং তারিখে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মোঃ মাহবুব হাসান তার অগোচরে, অনৈতিক নিয়ে, অন্যায় ভাবে তার মামলার বিবাদী খন্দকার কে এম সোলায়মান, খন্দকার ফারুক আহমেদ, খন্দকার রেজাউল করিম, খন্দকার এনায়েতুল কিবরিয়া ও খন্দকার খালিদ খুররম গংদের ক্ষতিপূরণ বাবদ সমুদয় অর্থের চেক প্রদান করেছেন। এমতাবস্থায়, সাংবাদিকদের মাধ্যমে রুনা আলম তার প্রাপ্য হিস্যা ২.০৪ শতাংশ জমির ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকার অধিক প্রাপ্যের নিশ্চয়তা ও দোষী ভূমি অধিগ্রহণ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে, চেষ্টা করেও জামালপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মোঃ মাহবুব হাসানের মতামত পাওয়া যায়নি।


Explore More Districts